শিরোনাম
জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন  ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা  জলঢাকায় জামায়াত নেতা মিঠুর নেতৃত্বে তরুণী রক্ষা পেলো ধর্ষণের হাত থেকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে  নেহাল ডাক্তার হতে আগ্রহী”  বটিয়াঘাটায় বিএনপি ১নং জলমা ইউনিয়ন পকেট কমিটি করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ‎ ভাঙ্গন কবলে ফসলী জমি মসজিদ-কবরাস্থান,বসত বাড়ী”সারি নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল  সুন্দরবনে বন কর্মীদের অভিযানে ১৮ বস্তা অবৈধ শুটকি চিংড়ি জব্দ 
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ২১ নাগরিককে পুশইন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) ভোরে নারী-পুরষ, শিশুসহ ২১ নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করে।

ছাতক-নোয়াকোট বিওপি’র আওতাধীন ছনবাড়ী-বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র একটি টহল দল ভিন্ন-ভিন্ন পরিবারের মোট ২১ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। বুধবার ভোরে তাদের আটক করে বিজিবি’র টহল দল।

আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৫ জন, নারী ১৪ জন ও শিশু ২ জন। আটক পরিবারের সদস্যরা সবাই সুনামগঞ্জ, সিলেট, সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করেছে নোয়াকোট ক্যাম্পের বিজিবি।

আটককৃতরা হলো মোছাঃ মোমেনা খাতুন (৫০), পিতা- রমজান মোল্লা, মোছাঃ আমেনা খাতুন(৪০), পিতা-রমজান মোল্লা, মোছাঃ নাসিমা খাতুন (৩২), পিতা-রমজান মোল্লা মোছাঃ মিম খাতুন(১৯), পিতা- রমজান মোল্লা, গ্রাম:- রামপুর, ডাকঘর- রামপুর, থানা:-শার্শা, জেলা-যশোর।

মোঃ আশিকুল (৩৮), পিতা- মকবুল সরদার, মোছাঃ হালিমা (৩৫), পিতা-মনিরুল ইসলাম, গ্রাম বুরদপুর,ডাকঘর- লাঙ্গল দাহা,থানা- কালারুখা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ নাসিমা খাতুন (৪০), পিতা-ফজর আলী, ময়না খাতুন (২৩), পিতা-শরিফুল মোল্লা, গ্রামঃ কাউডেগা, ডাকঘর-কেরাগাছি, থানা- কালারুখা, জেলা-সাতক্ষীরা। মোঃ তোফায়েল (১৮), পিতা- হাসান মোল্লা, মোছাঃ লিলিমা খাতুন (৩৬), পিতা-মোঃ ইদ্রিস, গ্রাম পিরল, ডাকঘর-পিরালী, থানা- কালিয়া, জেলা-নড়াইল। মোঃ হাবিবুল্লাহ (৪২), পিতা-গোলাপ, মোছাঃ মোরশেদা (৩৫), পিতা- আফসার, মোঃ শাহরিয়ার (১৫), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোছাঃ হাবিবা(১৩), পিতা-মোঃ হাবিব উল্লাহ, মোঃ নাবিল (৫মাস), পিতা-মোঃ হাবিব উল্লাহ,গ্রাম বাগডাঙ্গি, ডাকঘর-ধুলিয়ার, থানা-সাতক্ষীরা, জেলা- সাতক্ষীরা। মোছাঃ ফাতেমা (২৫), পিতা মোঃ মোস্তফা, মোঃ রোহান (০৭), পিতা মোঃ বরকত, গ্রাম-শিতল বাড়ি, ডাকঘর- পেরুপি, থানা- কালিয়া জেলা-নড়াইল। মোছাঃ তানজিমা (৩০), পিতা-মোঃ জলিল, গ্রাম সেতাই, ডাকঘর-গুগা, থানা- শর্শা জেলা- যশোর।

মোছাঃ সুমি (২৩), পিতা- মোঃ জলিল, গ্রাম- মাতারগ্ৰাম, ডাকঘর-ইছামতী, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট। মোছাঃ ফাতেমা (২২), পিতা-শামসুদ্দিন, গ্রাম মুক্তিরগাঁও, ছাতক, সুনামগঞ্জ। মোছাঃ ফাহিমা (২৫), পিতা-শানুর, গ্রাম বদেশপুর, ডাকঘর- হাসমপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ জানান, পুশইনকৃত ২১ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ