শিরোনাম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বাড়িতে হামলা,ভাংচুর ও ২০ লাখ টাকা লুটপাঠ কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনায় পঞ্চগড় জেল হাজতে তিন প্রতারক শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  তামাবিল সীমান্ত এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক এসএসসিতে জিপিএ-৫ লাভ ইশমাম “চাটার্ড একাউন্ট্যান্ট (সিএ) হতে আগ্রহী” সিলেটে আখড়ার সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন এসএসসিতে জিপিএ-৫ লাভতমা পাল “চাটার্ড একাউন্ট্যান্ট (সিএ) হতে আগ্রহী”  ফরিদগঞ্জে বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার শ্রীবরদীতে সাংবাদিকের নামে দেয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন  এসএসসিতে জিপিএ-৫ লাভ তোফিক আহমেদ “কম্পিউটার ইন্জিনিয়ার হতে আগ্রহী” 
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

সুৃনামগঞ্জের জগন্নাথপুরে বিজিবি”র অভিযানে ১কোটি কাভার্ডভ্যানসহ এককোটি ৬২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় এককোটি ৬২ লাখ টাকার উপরে হবে।

আজ শুক্রবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যানে পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে। যার বর্তমান বাজার মূল্যে এককোটি ৬২ লাখ টাকার উপরে।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা সব ধরনের চোরাই গরু মহিষসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ