শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে ২ মানব পাচারকারীসহ ৬ জন আটক

স্টাফ রিপোর্টার / ৮১ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত পিলারের ১২২৮/এমপির নিকট হতে বাংলাদেশ অভ্যন্তরে একশত গজ ভিতরে ইদুকোনা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মানব পাচারকারী এবং ৪ জন পাচার হওয়া বাংলাদেশী নাগরিকসহ ৬জনকে আটক করা হয়েছে।

 

রোববার ভোরে বাগানবাড়ি বিওপির সদস্যরা ইদুকোনা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ ইমন হোসেন(২২),মৃত আব্দুল মালেকের ছেলেআবুল হোসেন(৫৫),এবং পাচার হওয়া চারজন হলেন যথাক্রমে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাংঙ্গা থানার হাজরাকান্দি গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে মোঃ নুর ইসলাম মোড়ল(২০),কুটি মিরের ছেলেমোঃ লিটন মির(৫০), মৃত জাফর মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম(৪০) ও মৃত সাইদুর রহমানের ছেলে মোঃ শাহিন মিয়া(৩০)। এরা সবাই ফরিদপুর জেলার ভাংগা থানার হাজরাকান্দি গ্রামের লোকজন। ওরা পূর্বেই ভারতে গমন করে এবং আজকে এই তিনজনকে ভারতে নিয়ে যাওয়ার জন্য তারা দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়িতে একত্রিত হয়েছিলেন।

 

এছাড়া আরেক মানব পাচারকারী দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মানব পাচারকারী আরমান হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত মানব পাচারকারী এই তিনজন টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতীয় দালালের নিকট মানব পাচার করে থাকেন।

 

উল্লেখ্য আটককৃত পাচার হওয়া ব্যাক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময়ই কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে গমন করে জ্জ মাস সেখানে কাজ করার পর পূনরায় বাংলাদেশে ফেরত আসেন। আটককৃত ৬জনকে জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবি”র উবর্ধতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত রাখতে আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখায় সব সময় সচেতন রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামালগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ