সেলিম মাহবুব:
দোয়ারাবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাবাজার ইউনিয়নে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন ) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার ক্লাব মাঠে জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ খলিলুর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ তোফায়েল আহমদ খাঁন, সুনামগঞ্জ -৫ আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাওঃ আব্দুস সাত্তার দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাও আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন, সিলেট নগরীর জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন প্রমুখ।