শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

দিরাই পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক দোকানকোটার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা

স্টাফ রিপোর্টার / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই পৌর শহরে আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ ভূমিতে দোকান কোটা নির্মাণ করছে প্রভাবশালীচক্র। এ ঘটনায় অভিযোগকারী আদালতের কাগজ নিয়ে বাধা দিলে তাকে হুমকি ধমকি এবং ২০ লাখ টাকা চাদাঁ দাবি করে আসছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় যে কোন সময় রক্তারক্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

আদালত, থানাসহ সরকারি বিভিন্ন অফিসে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দিরাই থানাধীন চন্ডিপুর মৌজায় হাল আর.এস খতিয়ান নং ৭৪৫ এর অন্তর্ভূক্ত আর.এস ২০৫৩ দাগে বাড়িরকম ৮শতক জমি এবং আর.এস ৭৪৪ ও ৭৪৬ নং খতিয়ানের আর এস ৪১৬৮ দাগে আধা শতক ও ৪১৭০ ও ৪১৭১ দাগের ৬১৯ বর্গ লিংক জমির উপর পৃথক পৃথক দুটি দোকান শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপি গ্রামের তোয়াছির আলী।

তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় মূল্যবান ভূমি দেখভালের জন্য ফুফুতো ভাই একই গ্রামের ফারুক মিয়াকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ১৫৩৬ নং রেজিস্ট্রিমূলে ও ৯৩৮ নং রেজিস্টারীর মাধ্যমে ক্ষমতা প্রদান করেন। এরপর থেকেই ফারুক মিয়া ওই জমি দেখাশোনা করে আসছেন। কিন্তু সম্প্রতি দিরাই পৌর শহরের বাসিন্দা মাহবুব আহমদ ও জাকির আহমদ সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নেন। ফারুক মিয়া বাধা দিলে তারা ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাদা না দেওয়ায় মাহবুব ও জাকির দিরাই উপজেলার থানা রোডের মেহেদি হাসান, দাদন সরদার ও চন্ডিপুরের আসিক মিয়াকে নিয়ে জোরপূর্বক ৪১৭০, ৪১৭১ ও ৪১৬৮ নং দাগের জমিতে জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ শুরু করে। এসময় ফারুক মিয়া বাধা দিলে তাকে হুমকি ধমকি দেয় তারা।

পরে ফারুক মিয়া জমির মালিক যুক্তরাজ্য প্রবাসী তোয়াছির আলীকে বিষয়টি অবগত করে গত ২২ জুন দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের পর স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে রাত দিন লুকিয়ে দোকানকোটার কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। তবে তার লিখিত অভিযোগটি থানা পুলিশ রেকর্ড করেনি বলে জানা গেছে। উল্লেখ্য এই জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অভিযুক্ত ভূমির উপর সবধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু মাহবুব ও জাকির আদালতের নির্দেশনা অমান্য করে এখন জোরপূর্বক স্থাপনা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

সরেজমিন মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ ভূমিতে গিয়ে দেখা যায় তিনজন মেস্তরি লাগিয়ে বাহির থেকে আড়াল তৈরি করে লুকিয়ে কাজ করছেন মাহবুব ও জাকির গংরা। এসময় স্থানীয়দের উপস্থিতি ঠের পেয়ে মেস্তরিরা পালিয়ে যায়। মাহবুব ও জাকির সটকে পড়ে।

এ ব্যাপারে অভিযোগকারী ফারুক মিয়া বলেন, আমি আমমোক্তার বলে দোকানকোটার জমির দেখাশুনা করে আসছি ২০১৯ সাল থেকে। সম্প্রতি মাহবুব ও জাকির জোরপূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমি আদালতে কাগজপত্র দাখিল করলে মামলা করলে আদালত ওই স্থানে সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে জোরপূর্বক স্থাপনা করছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে বাধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয় । আমি জমির প্রকৃত মালিক যুক্তরাজ্যপ্রবাসী আমার মামাতো ভাইকে খবর দিলে তার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে অভিযুক্ত মাহবুব আহমদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে দোকানকোটাটি নিজের বলে দাবি করেন।

এ ব্যাপারে দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে। আমরা দুই পক্ষকে সবধরনের স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নিষেধ করেছি। নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে এক পক্ষ জোর করে স্থাপনা তৈরির কাজ করছে জানতে চাইলে তিনি বলেন, আদালত আমাদেরকে স্থাপনা তৈরি বন্ধ করতে নির্দেশনা দিলে আমরা বন্ধ করবো। তবে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে আমরা বলেছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ