শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

খুলনার দাকোপে সিএস‌ও সদস্যদের নেতৃত্বে দাকোপ ইউনিয়ন পরিষদে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে র‍্যালি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। ২৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ ইউনিয়ন সিএস‌ও সদস্যদের নেতৃত্বে দাকোপ ইউনিয়ন পরিষদ এ পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দাকোপ ইউনিয়ন থেকে র‍্যালিটি বের হয়ে দাকোপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপণের বিকল্প কিছু নাই। প্রাকৃতিক দুর্যোগ, বায়ু দুষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়, ফল দেয়, মানব দেহের পুষ্টি যোগায় মোট কথা গাছের বিকল্প কিছু নাই। তাই আসুন এই বর্ষা মৌসুমে আমরা সকলে গাছ লাগাই। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য পরিতোষ মন্ডল, সুব্রত মন্ডল, কনিকা সরকার, মনিষা গাইন, দেব্রত মন্ডল, জয়ন্ত মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসও কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। র‍্যালিতে অংশ গ্রহণকারী সকলে দাবি রাখেন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং ইউনিয়ন পরিষদের বাজেটে বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়নে আরো বাজেট বৃদ্ধি করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ