খুলনা প্রতিনিধি:
খুলনার দাকোপে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষে র্যালি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়। ২৪ জুন মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ ইউনিয়ন সিএসও সদস্যদের নেতৃত্বে দাকোপ ইউনিয়ন পরিষদ এ পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দাকোপ ইউনিয়ন থেকে র্যালিটি বের হয়ে দাকোপের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন জাতের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময়ে প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন পরিবেশ সংরক্ষণে বৃক্ষ রোপণের বিকল্প কিছু নাই। প্রাকৃতিক দুর্যোগ, বায়ু দুষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, আসবাবপত্র তৈরিতে ব্যবহার হয়, ফল দেয়, মানব দেহের পুষ্টি যোগায় মোট কথা গাছের বিকল্প কিছু নাই। তাই আসুন এই বর্ষা মৌসুমে আমরা সকলে গাছ লাগাই। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য পরিতোষ মন্ডল, সুব্রত মন্ডল, কনিকা সরকার, মনিষা গাইন, দেব্রত মন্ডল, জয়ন্ত মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসও কর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। র্যালিতে অংশ গ্রহণকারী সকলে দাবি রাখেন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং ইউনিয়ন পরিষদের বাজেটে বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়নে আরো বাজেট বৃদ্ধি করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin