শিরোনাম
সুনামগঞ্জ-৪ এ ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বস্তরের জনসাধারনকে  সালাম, আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। সিলেটের কোম্পানীগঞ্জ সিইউজে-এর অভিষেক; পবিত্র আল-কোরআন হাদিয়া ও সম্মাননা প্রদান  মানিকগঞ্জে কলতা অভয়চরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন।  সিলেটে চোরাকারবারের প্রতিবাদ করায় বসতঘরে হামলা ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন  না ফেরার দেশে চলে গেলেন তরুণ উদীয়মান শিল্পী ইনসান” আজ সোমবার ২ টায় জানাজা ছড়ারপার বালুর মাঠে অনুষ্ঠিত হয়  পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর,বিজিবি”র টহল জোরদার

স্টাফ রিপোর্টার / ৫৪ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন।

গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আহত পর্যটকদের পদচারনায় মুখর জেলার তাহিরপুর,ধর্মপাশা,ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী,বারেকটিলা,নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায় বিজিবি”র সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিনে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে সীমান্ত এলাকায় ঘুরতে আসা পর্যটকরা জানান,অপরুপ সৌন্দর্য্যর লীলাভূমি এই যাদুকাটা,বারিকটিলা,লাউড়েরগড়, নিলাদ্রি লেক ও বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। তবে এখানে সীমান্ত এলাকা বেশী থাকায় বিজিবি”র সদস্যরা আমাদের সর্তক করেছেন যেন শূন্যরেখা আমরা অতিক্রম না করি। তো কার্যত বিজিবি”র সদস্যরা আমার ভ্রমণ নিরাপদ করতে সর্বোক্ষনিক নিরাপত্তা জোরদার করায় তারা ২৮ বর্ডারগার্ডব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অদিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদিরের এমন উদ্যোগকে স্বাগতম জানান।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড (বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান,ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটরকা যাতে নির্বিঘেœ ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি”র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোন অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ