শিরোনাম
পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের চালান আটক। সিলেটের গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে হরিরামপুরে অধ্যাপক আব্দুল হামিদ মিয়ার পক্ষ হতে ৩১দফার লিফলেট বিতরণ।  বংশ পরস্পরায় ফলের মালা পড়িয়ে কালী মায়ের পূজো হচ্ছে ৫০ বছর ধরে, আর এটাই রীতি । কর্ম ক্ষেত্রে সিলেট আমার দ্বিতীয় জন্মভূমি – সহকারী পুলিশ সুপার জামশেদ আলম  হরিরামপুরে পূর্বখলিলপুর গ্রামে জয়নালের বাড়িতে চুরি,আতঙ্কে এলাকাবাসী।  জামালগঞ্জের সাচনা বাজারে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল কলকাতার বাবুঘাটে চলছে, জাগ্রত চামুন্ডা কালী সহ অন্যান্য কালী প্রতিমার বিসর্জন।
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

জগন্নাথপুর থানা হাজত থেকে আওয়ামীলীগের ৩ নেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ ছাত্রদলের 

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

সেলিম মাহবুব:

জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে থানা হাজত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানা ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতাকর্মীদের লাইভে কথা বলতে দেখা গেছে।

মঙ্গলবার বিকালে জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মী দের জানিয়েছেন,জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাদেরকে পুলিশ থানা হাজত থেকে ছেড়ে দেয়, এঘটনায় ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সামছুল ইসলাম জাবির বলেন, পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ডেভিলদের থানার হাজত থেকে ছেড়ে দিয়েছে। এতে জগন্নাথপুরের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ জানান, পুলিশ কার ইন্ধনে এবং কত টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিয়েছে ছাত্র-জনতা জানতে চায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ছাত্রদল আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন থানায়।তাঁরা রিকল জমা দিয়ে চলে গেছেন। আমরা কাউকে আটক করি নি। এ অভিযোগ সত্য নয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ