শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

অভয়নগরে পায়রা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম অভিযোগ 

স্টাফ রিপোর্টার / ৭৩ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

যশোরের অভয়নগরের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার গাজীর বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) সকালে উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে এ অনিয়মের ঘটনাটি ঘটে।

সুত্র জানায়, সোমবার সকাল থেকে মোট পাঁচটি ওয়ার্ডের মোট ৫০০ লোকের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। তবে সাত্তার গাজী চাল বিতরণ শুরু করলে অনিয়ম শুরু হয়। প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তিনি ভিজিএফ কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৫ থেকে ৭ কেজি চাল দিচ্ছেন।

কার্ডধারী একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সাত্তার গাজী তার নিজস্ব লোকদের বাড়তি সুবিধা দিতে এই অনিয়মের আশ্রয় নিয়েছে। এমনকি বৃদ্ধ নারী পুরুষদের সকাল থেকে দুপুর পর্যন্ত বসিয়ে রেখে মাত্র ৫ কেজি চাল দিয়ে অনেককে বিদায় করা হয়েছে।  ভিজিএফের কার্ড না পেয়ে চাল নিতে এসেও ফিরে গেছেন অনেকে।

এদিকে চাল বিতরণের সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে এমন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাত্তার গাজী বলেন, কার্ডের তুলনায় লোক অনেক বেশি যে কারণে কার্ডধারীদের কিছুটা কম দিয়ে অন্যদেরকে চাল দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হালদার চাল বিতরণে অনিয়মের সত্যতা শিকার করে বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা চাল পায়নি তাদেরকে ইউপি সদস্য সাত্তার গাজী চাল কিনে দিয়েছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘এমন অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অনিয়মের দায় উপজেলা প্রশাসন নিবেনা।’

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ