স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগরের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাত্তার গাজীর বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার (২ জুন) সকালে উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে এ অনিয়মের ঘটনাটি ঘটে।
সুত্র জানায়, সোমবার সকাল থেকে মোট পাঁচটি ওয়ার্ডের মোট ৫০০ লোকের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। তবে সাত্তার গাজী চাল বিতরণ শুরু করলে অনিয়ম শুরু হয়। প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তিনি ভিজিএফ কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৫ থেকে ৭ কেজি চাল দিচ্ছেন।
কার্ডধারী একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সাত্তার গাজী তার নিজস্ব লোকদের বাড়তি সুবিধা দিতে এই অনিয়মের আশ্রয় নিয়েছে। এমনকি বৃদ্ধ নারী পুরুষদের সকাল থেকে দুপুর পর্যন্ত বসিয়ে রেখে মাত্র ৫ কেজি চাল দিয়ে অনেককে বিদায় করা হয়েছে। ভিজিএফের কার্ড না পেয়ে চাল নিতে এসেও ফিরে গেছেন অনেকে।
এদিকে চাল বিতরণের সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে এমন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাত্তার গাজী বলেন, কার্ডের তুলনায় লোক অনেক বেশি যে কারণে কার্ডধারীদের কিছুটা কম দিয়ে অন্যদেরকে চাল দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হালদার চাল বিতরণে অনিয়মের সত্যতা শিকার করে বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা চাল পায়নি তাদেরকে ইউপি সদস্য সাত্তার গাজী চাল কিনে দিয়েছে।
এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘এমন অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অনিয়মের দায় উপজেলা প্রশাসন নিবেনা।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin