শিরোনাম
ছাতকে নৃত্য কলির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন  বগুড়ায় তারুণ্যর সমাবেশে বল্লেন সরকার ভীত -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল  সাদুল্লাপুরে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় লাগামহীন মাদকের বিস্তার জৈন্তাপুরে প্রাণের ভয়ে বাড়ি ছাড়া ব্যবসায়ী রেজাউল করিম সন্ত্রাসীরা জবর দখল করে নিচ্ছে বসত বাড়ি আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পদকে ভৃষিত হলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী আন্তর্জাতিক মানবাধিকার অ্যাওয়ার্ড পদকে ভৃষিত হলেন মুক্তিযুদ্ধ গবেষক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল   রাজারহাট এলজিইডি প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন  তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক।আমির হোসেন 
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ছাতক সিমেন্ট কোম্পানীর বিশাল দরপত্র বিজ্ঞপ্তি ২৫ মে রবিবার ১২.২৯ টা পর্যন্ত দরপত্র দাখিল  

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

সেলিম মাহবুব,ছাতকঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)’র প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট কোম্পানীর বিক্রয় পুনঃ দরপত্র আহবান করা হয়েছে। সিসিএল এর পুরাতন ওয়েট প্রসেস কারখানার অব্যবহৃত-অকেজো চিহ্নিত বিভিন্ন স্থাপনা সহ বিভিন্ন পয়েন্টের স্ক্যাপ মালামাল ১ (এক) লটে (যেখানে যে অবস্থায় আছে) বিক্রয়ের দরপত্র প্রকাশ করা হয়। গত ৫ মে সিসিএল বানিজ্যিক, এমপিআইসি-২০২৪- ২০২৫/২৫৬ স্বারকে উন্মুক্ত এই দরপত্র প্রকাশ করে ছাতক সিমেন্ট কোং লিমিটেড। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দরপত্রের মুল্য ৩০ (ত্রিশ) হাজার টাকা এবং দরপত্র বিক্রয়ের সর্বশেষ তারিখ ছিলো ২২.০৫.২৫ ইং পর্যন্ত। আগামীকাল রবিবার ২৫ মে ২০২৫ ইং দুপুর ১২.২৯ ঘটিকা পর্যন্ত দরপত্র দাখিল করা হবে। ঠিক ১২.৩০ ঘটিকার সময় দরপত্র বক্স শীলগালা করা হবে। ওই দিন বিকেল ৩.৩০ টায় দরপত্র বক্স খোলা হবে। দরপত্রে অংশগ্রহণকারী বা তাদের প্রতিনিধিদের সন্মুখে দরপত্রের বক্স খোলা সহ সব কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে দরপত্র দাখিল করা যাবে ১.বিভাগীয় প্রধান (বানিজ্যিক) এর কার্যালয়, ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড। ২. নেজারত শাখা, জেলা প্রশাসক সিলেট এর কার্যালয়। ৩.নির্বাহী প্রকৌশলী, গনপুর্ত বিভাগ, সিলেট এর কার্যালয়। সকল স্থানে একই সময়ে দরপত্র দাখিল করতে পারবেন এবং একই সাথে দরপত্র বক্স খোলা হবে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ