সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানা ভূক্ত নারী পুরুষসহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার মধ্যে রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ছাতক থানার এসআই সৈয়দ মোঃ গোলাম সারোয়ার, এসআই মোঃ সিকান্দর আলী, এএসআই মোঃ সাহাব উদ্দিন, এ এসআই মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আতিকুর রহমান (৪৫) নন জিআর-১০০/২৩ (ছাতক) মামলার পরোয়ানা ভূক্ত আসামী ও ছাতক থানার ইসলামপুর ইউনিয়নের দারোগাখালী গ্রামের মৃত সৈয়দূর রহমানের পুত্র। অপর গ্রেফতারকৃতরা নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আতাউর রহমান (৫৫), আতাউর রহমানের ছেলে জইনফর আলী (২০), মেয়ে হাফিজুন নেছা (২৩) ও স্ত্রী আলতাবুন নেছা (৪৫)। তারা জিআর মামলা নং ১২৪/২৪(ছাতক) এর পরোয়ানা ভূক্ত আসামী। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেসুর রহমান আকন্দ জানান, আসামীদের গ্রেফতারপূর্বক পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।