সেলিম মাহবুব,ছাতকঃ
কোনো ব্যক্তি বা সরকার আল্লাহর বান্দাদের সুবিধার্থে বা কল্যাণার্থে যে কাজগুলো করে থাকেন, সেগুলো হলো ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি মূলত মাসলাহাতের ওপর নির্ভরশীল ও মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত। রাজনীতিতে কল্যাণ যদি না থাকে, তাহলে ইসলাম তাকে রাজনীতি হিসেবে স্বীকৃতি দেয় না। বুধবার ১৪ মে ছাতকের হাসনাবাদ দারুল হাদিস মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য মাও. সাদিক সালীম উপরোক্ত কথা বলেন। ছাতক উপজেলা শাখার সভাপতি মাও. আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. আলমাছ উদ্দীনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কবির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাও. ইসলাম উদ্দীন, সহ-সভাপতি মাও. মুহিবুর রহমান উসমান, খেলাফত ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাও. নুর উদ্দীন, শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ প্রমুখ । সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ হোসাইন আহমদ।