সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি ব্যটারি চালিত মিশুক অটোগাড়ি উদ্ধার সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। ছাতক থানার এস আই মোঃ সাদেক, এএসআই মোঃ নাছির, এএসআই বিশ্বজিৎ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোঃ জুনেদ মিয়া ও মোঃ আবু তাহেরকে কৈতক পয়েন্ট এলাকা থেকে গ্রেফতার করেন। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। মোঃ জুনেদ মিয়া কালারুকা ইউনিয়নের চানপুর গ্রামের নুর ইসলামের পুত্র ও মোঃ আবু তাহের জাউয়াবাজার ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল করিমের পুত্র। তাদের হেফাজতে থাকা একটি চোরাই ব্যাটারি চালিত মিশুক উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মিশুক’র বাজার মুল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। মিশুক গাড়ির মালিক বাদী হয়ে থানায় দুইজনের বিরুদ্ধে একটি মামলা (নং ১৮(৫)২৫) দায়ের করেন। পুলিশের অপর অভিযানে মোবাইল কোর্ট মামলা নং-১১৬/২৫ এর আসামী ইসহাক উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে পৌরসভার বাশখালা গ্রামের কামাল উদ্দিনের পুত্র। নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, তিনজন আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।