সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক-সিলেট রেলপথ সংস্কার কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপম আনোয়ার। শনিবার (১০ মে) সকালে তিনি ছাতক বাজার রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের কাজ পরিদর্শন করেন। উন্নয়ন কাজ পরিদর্শনের সময় রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ, ছাতক বাজার রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ আজমাঈন মাহতাব, সিলেটের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রেজাউল হক, ছাতক বাজার রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুন নুর, ছাতক রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান খাঁন, সিলেট থেকে ছাতক রেলপথ সংস্কার কাজ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেনের বিভিন্ন পর্যায়ের কনসালটেন্টবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপম আনোয়ার এ প্রতিবেদককে বলেন, সরকার সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ হাতে নিয়েছে। দ্রুত রেলপথ সংস্কার করে আগামী বছর সিলেট-ছাতক রেলপথে ট্রেন চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদী। আধুনিকান রেলস্টেশন নির্মাণ সহ রেলপথের গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য তিনি প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন বলে জানান।