মোহাম্মদ জাকারিয়া ছাতক ( সুনামগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক পৌর শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ছাতকে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক পৌর শাখার সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সভাপতি মোমতাজুল হাসান আবেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ, পৌর জামায়াতের সেক্রেটারি ডাঃ হেলাল উদ্দিন, ছাতক উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির উপজেলা পরিবহন শাখার সভাপতি নাদির উদ্দিন, শ্রমিক নেতা ছালিক মিয়া প্রমূখ।##