শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

ছাতকে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ উভয় পক্ষের নারী-পুরুষ আহত ১১

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

মোহাম্মদ জাকারিয়া ছাতক প্রতিনিধি:

ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মর্যাদ গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ ১১ জন আহত হয়েছেন। সোমবার ৩ মার্চ সন্ধায় গ্রামের রেজিয়া বেগম ও জয়ফুল নেছার মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে নিজ বাড়ির রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রামের দিল আফরোজ ওরপে কাচা মিয়ার পুত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আলী হোসেন এবং তার নিকটআত্বীয় মৃত আজমান আলীর পুত্র মোশাহিদ আলীর মধ্যে রাস্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলমান। পূর্ব শত্রুতা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা ও রয়েছে। তাদের এসব ঘটনা স্থানীয় মুরুব্বিয়ান ও প্রশাসনের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে সমাধানও হয়েছে। সোমবার ঘটনার সময় দুই নারীর কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।আহতদের স্থানীয় হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন দিল আফরোজ ওরপে কাচা মিয়া (৬০), আলী হোসেন (৪০), লোকমান হোসেন (৩২), রেজিয়া বেগম (৩৮) লুবনা বেগম (১৬), সুনিয়া বেগম (১৮), নাদিয়া বেগম (১৯), আরজদ আলী (৫০), স্বপন মিয়া (৩৫), জুয়েল মিয়া(২৮), শামীম আলম (৩৫)। ঘটনার রাতে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মোশাহিদ আলী বাদী হয়ে মারামারি ও লুটপাটের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিপক্ষের দিলোয়ার হোসেন সহ ৮ জনের বিরুদ্ধে থানায় এ অভিযোগ দেয়া হয়।অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই মোঃ তোহা মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামের জয়নুল ইসলাম কামাল বলেন, মারামারিতে জড়িত দু’পক্ষই তার নিকটাত্মীয়। দীর্ঘদিন ধরে তাদের বিরুধ চলে আসছে। ঘটনার দিন উভয় পক্ষই বাড়ির পাশে সড়কে সংঘর্ষ জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের লোক আহত হয়েছেন। কোনো পক্ষই কারো বাড়ি ঘরে হামলা লুটপাট করেনি। মারামারির ঘটনাটি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। গ্রামের প্রবীণ মুরুব্বি আসিদ আলী, আলকাছ আলী বলেন, তারা নিকটআত্মীয় দু’পরিবার। মারামারির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে গ্রামের মানহানি ঘটিয়েছেন। ঘটনাটি দুঃখ জনক। বিষয়টি স্থানীয় ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে। গ্রামের যুবক আল আমিন, শহীদ মিয়া, জাবেদ মিয়া সহ একাধিক লোক জানান, পূর্ব শত্রুতার জেরে দু’পরিবারের মহিলাদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কারো বাড়ি-ঘরে লুটপাট হয়েছে এমন ঘটনা তাদের জানা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ