সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারী বিকালে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ব্রাহ্মণ গাঁও জনতা বাজারে এ কর্মসূচি পালন করেন। দ্রুত কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গতকাল ৩রা ফেব্রুয়ারী সোমবার রাতে তাহিরপুর উপজেলা বিএনপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এ কমিটির আহ্বায়ক বাদল মিয়া ও ১নং যুগ্ম আহ্বায়ক সদর ইউপির চেয়ারম্যান জুনাব আলীসহ ৪ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয় এবং সম্মানিত সদস্য হিসেবে বাকি ১৬ জনকে রাখা হয়েছে। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক এর স্বাক্ষরিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কিন্তু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার দুপুরেও উপজেলা জনতা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা অবৈধ কমিটি মানি না মানব না, টাকার কমিটি মানি না মানব না, আওয়ামী লীগের কমিটি মানি না মানব না’ বলে স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করেন। পরে জনতা বাজার জামে মসজিদের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন.
উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মোতালিব। উপজেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হোসেন। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন। বিএনপির নেতা রফিকুল ইসলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আবু তাহের মেম্বার , সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন ও সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক নান্নু মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, যুবদল নেতা মোঃ হুমায়ুন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সৈয়দ তানভীর, বাদাঘাট ডিগ্রী কলেজের যুগ্ন আহ্বায়ক মোঃ নয়ন মিয়া, যুগ্ন আহ্বায়ক আইয়ুবন, সদস্য আজীম, ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল মিয়া, সিফাত প্রমুখ।
এই সময় সমাবেশে উপস্থিত ছিল বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির ও সহযোগে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল হোসেন বলেন, তাহিরপুর উপজেলা সাতটি ইউনিয়ন রয়েছে সেই হিসাবে বড়দল উত্তর ইউনিয়ন ৩ জন নেতাকর্মী আহবায়ক কমিটিতে থাকার কথা থাকলেও এই কমিটিতে একজন কেউ রাখা হয়নি, এটা শালা দুলাভাইয়ের পকেট কমিটি, তাই দূরত্ব সময়ের মধ্যে কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে।।
শফিকুল ইসলাম বলেন আমরা সব সময় মিটিং মিছিল সবার সমাবেশে অসংখ্য নেতাকর্মী নিয়ে কর্মসূচি সফল করেছি, নাশকতার মামলাও আমরা এই নির্যাতিত হয়েছি আজ আহবায়ক কমিটিতে আমাদের উপজেলা একজনকেও মূল্যায়ন করা হয় না আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সভাপতি তার বক্তব্যে বলেন উপজেলার বিএনপির ঘাঁটি বড়দল উত্তর ইউনিয়ন গতকাল আহ্বায়ক কমিটি করা হয়েছে আমাদেরকে মূল্যায়ন করা হয়নি , আমরা এই অবৈধ কমিটি পকেট কমিটি বাতিল চাই, দূরত্ব সময়ের মধ্যে কমিটি বাতিল করতে হবে।
এছাড়াও বক্তারা বলেন, বিগত ১৭ বছর যারা আওয়ামী দুঃশাসনে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, ঘোষিত কমিটিতে তাদের রাখা হয়নি। রাখা হয়েছে তাদের, যাদের বিগত সরকারি দলের নেতাকর্মীর সঙ্গে সখ্য ছিল। তাই এ কমিটির বাতিল চান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।