সিলেট বুলেটিন ডেস্ক:
পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত এ ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (সবুজ চিহ্নিত) আগামী ১ মার্চ ২০২৫ শনিবার হতে ৮ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অবশ্য, শিক্ষার্থীদের (সবুজ চিহ্নিত) বন্ধকালীন সময়ে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ ২০২৫ বুধবার হতে ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। প্রহরীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে।