ফারুক মিয়া দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী)সন্ধায় উপজেলার স্থানীয় বোগলাবাজারে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জহিরুল ইসলাম সানি ও বোগলাবাজার ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুর উদ্দিন,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন,বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক,জাহাঙ্গীর আলম মিন্টু,ছবির আহমেদ মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল আলম,বক্তব্য রাখেন বাংলাবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালেক,লক্ষীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরাফত আলী,মান্নারগাও ইউনিয়ন কৃষক দলের সভাপতি খোকন আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য শিপন আলম,যুবদল নেতা হারুনুর রশিদ,শ্রমিক দল নেতা সেজুল আহমেদ প্রমুখ।