ফারুক মিয়া -সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয়ের মুসলিম ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুস সোবহান পবিত্র মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে বয়ান পেশ করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তকিপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আতিকুর রহমান, মিলাদ ও দোয়া মাহফিলে গোবিন্দগঞ্জ বাজার মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ বাবুল আহমদ, মোঃ ইসহাক আহমদ, স্থানীয় মুরুব্বি জালাল উদ্দিন, মোঃ ইসহাক আহমদ, মোঃ শাহজাহান, তকিপুর জামে মসজিদের মোয়াজ্জেম হাফিজ মোঃ শহিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল হালিম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক মরহুম মোঃ হুমায়ুন কবিরসহ যারা এ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তাদের নাজাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুস ছোবহান।##