শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সম্পত্তি নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জের তাহিরপুরে ১৮ জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুত্বতর আহত সাত্তার মিয়া(৩৫) মিয়াকে আশংকাজনক অবস্থায় প্রথমে তাহিরপুর,সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগন তার অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট রেফার করে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে।

 

শনিবার(২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাদাঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মঞ্জুর আলী ফজর আলীর ছেলে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির উঠানে ঘটনা ঘটেছে।

 

এই ঘটনায় আশিক মিয়া(৩৫),জাফর আলী(৩০), ফজিল হক(২৬)সহ দু পক্ষের আরও ২০ জন আহত হয়েছে। তাদের সুনামগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিহতের পরিবার অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী জানায়,সম্পত্তি ভাগ ভাটোয়ারা নিয়ে মঞ্জুর আলী(৫০) ওপর পক্ষ আসুক মিয়া(৩৫) মধ্যে একাধিক বার হাতাহাতি ও বিচার শালিস হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। আজ সকালে সাত্তার মিয়া মঞ্জুর সম্পত্তির বিষয়টি সমাধান করার উদ্দেশ্যে আলী ও জিয়াউর রহমানের বাড়িতে আসল। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাত্তার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আগাত করলে গুরুত্বর আহত হয়। তার মৃত্যু হয়েছে এলাকায় প্রচার হলে ঘটনার পর থেকে মঞ্জুর আলী ও জিয়াউর রহমানের বাড়ির লোকজন সহ আত্নীয়স্বজরা ঘা ঢাকা দিয়েছে।

 

খবর পেয়ে তাহিরপুর থানা ও বাদাঘাট পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ