মানিকগঞ্জে এক ঘন্টায় চার ককটেল বিস্ফোরণ আহত-২।
মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার ,:: বিগত ক্ষমতাসীন আওয়ামীলীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালকৃত আওয়ামীলীগের হুশিয়ারি বার্তা “ইউনুস সরকার হঠাও -দেশ বাঁচাও” সচিবালয় ঘেরাও কর্মসূচি বাস্তবায়নে ১৪ দলীয় কর্মসূচিতে- দেশের প্রত্যাঞ্চল সহ সকল জায়গায় আইন শৃঙ্খলার করা নিরাপত্তা থাকা সত্বেও গত কয়েকদিন যাবৎ বাসে আগুন দেওয়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে মানিকগঞ্জ শহরে।
১৬ ই নভেম্বর রবিবার রাত আনুমানিক ১০ টার দিকে শহরের মূল ফটকের বেশ কয়েক স্থানে ১ ঘন্টায় চার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রে জানা গেছে,মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ও ইউনাইটেড হাসপাতালের সামনে পরপর ২০ মিনিটের ব্যবধানে ৩ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরবর্তী গোলড়া হাইওয়ে থানার পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণে -সাগর ও নবীন হোসেন নামে দুইজন রিক্সা চালক আহত হয়েছে বলে আরো জানা যায় ।আহতরা স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গত ১৩ নভেম্বর গভীর রাতে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করা হয় এতে বাসচালক তাজেস খান দগ্ধ হন।
১২ নভেম্বর রাত সাড়ে ৮ টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে চলন্ত পিকআপ ভ্যান থেকে ককটেল নিক্ষেপ করা হয়।এ ছাড়া ও ৮ নভেম্বর রাতে শিবালয়ের উথুলী মোড়ে সারমানো সিএনজি স্টেশনে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়।
একই রাতে সাটুরিয়ার দরগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে শহর জুড়ে থমথম এবং আতঙ্ক বিরাজ করছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর তাৎক্ষণিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন মুঠোফোনে জানান,ঘটনা জানার পর আমরা তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা সার্বক্ষণিক তৎপর আছি কোন ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।