সিলেট বুলেটিন ডেস্ক:
বান্দরবান জেলার লামা উপজেলার তিন নাম্বার ফাঁসিয়াখালী ইউনিয়নের জনজীবনের অবস্থা ধ্বংসের মুখে।
দিন দিন ধংশ করছে পাহাড়ি জনপদ। সুবিধাভোগী স্বার্থপর মহলের হাতে জিম্মি পাহাড়ে জনগণ। তারা দিন দিন পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে। ধ্বংসের মুখে জন জীবন।
শামসুর দোকান থেকে পূর্ব দিকের কাঁচা রাস্তা পর্যন্ত একটি পয়েন্ট। আব্দু সালামের বাড়ির নিচে অর্থাৎ পুরাতন জামে মসজিদ সংলগ্ন একটি পয়েন্ট। এবং ব্রিজ সংযোগ বগাইছড়ি থেকে ছাগল্যার ঝিরি পর্যন্ত আরেক একটি পয়েন্ট।
উল্লেখিত পয়েন্ট গুলো থেকে কিছু স্বার্থবাদী মহল ভাগাভাগি করে বালি উত্তোলন করে আসছে। বালি উত্তলনের ফলে ফসলি জমি ও বসত বাড়ি ক্ষতি হচ্ছে।
এ বিষয় সম্পর্কে উপজেলা প্রশাসক থেকে জানতে চাইলে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে বালি উত্তোলন বন্ধ করা হবে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, বর্ষার মৌসুমে বালি উত্তোলনের ফলে ব্রিজ ভেঙে যায় এবং অনেক ফসলি জমি বিলীন হয়ে যায়। এলাকাবাসীরা আরো জানান, ব্রিজ পুনরায় নির্মাণ না করলে ও বালি উত্তোলন বন্ধ না করলে ১৫ হাজারের অধিক মানুষ আবারও কষ্টের সম্মুখীন হবে।