শিরোনাম
মানিকগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত। শেরপুরে এনসিপি’র জুলাই পদ যাত্রায় লক্ষ লক্ষ জনতার ঢল রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামী ধরতে সংক্ষম হয়নি পুলিশ  গ্রীসে নিখোঁজ রাজা হোসেনের মরদেহ একটি জঙ্গল থেকে উদ্ধার লেখক ও গবেষক প্রবাসী মাওলানা শামীম আহমদ হাফিজ আদিল আহমদের সংবর্ধনা হরিরামপুরে পাটগ্রাম সরকারি অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন-জোলা পুলিশ কর্তৃপক্ষ। হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

” ঢাকা সাভারে রিমান্ড শেষে আসামিকে বিলাসবহুল গাড়িতে আদালতে প্রেরণ “ছাত্র-জনতার বিক্ষোভ “

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

ঢাকা সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান সাভার মডেল থানায় রিমান্ডে ছিলেন ৩দিন। রিমান্ড শেষে ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১৯-২১৬৯) আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুলিশের এমন ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও, ঢাকা সাভারসহ সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত আসামীদের ভিআইপি মর্যাদা দেওয়া, ছাত্রলীগসহ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করার প্রতিবাদে বুধবার সাভার মডেল থানার মূল ফটকের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতারকৃত আসামীদের ভিআইপি মর্যাদা দেওয়া, ছাত্রলীগসহ হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করার প্রতিবাদে সাভার মডেল থানার প্রধান ফটকে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামীদের রিমান্ডের নামে থানায় এনে অনৈতিক সুবিধা প্রদান করা হচ্ছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, তার দাবি জানানো হয়।

এ ছাড়াও প্রকাশ্যে আসামীদের ভিআইপি প্রোটোকল দেওয়ার বিরুদ্ধে তারা প্রশাসনকে সতর্ক করেন। এধরণের ঘটনার পুরাবৃত্তি ঘটলে কঠর কর্মসূচির হুঁশিয়ারী দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ