বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধি। “সাম্য ও সততার দেশ গড়ব সমবায়ে” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব নিলুফার ইয়াসমীন।এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, হরিরামপুর থানার এএসআই ফারুক হোসেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপস্থিত বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে সাম্য, ঐক্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সবার অংশগ্রহণে টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল সমাজ গঠন।##