 
 
						হরিরামপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ৩০ শে অক্টোবর বেলা ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে ও সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতির মধ্যে দিয়ে মাসিক সভার কার্যকম পরিচালিত হয়। উক্ত ত্রৈমাসিক সভা উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ জহুরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান।ওছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গ্রাম আদালতের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার বলেন, আগামীতে প্রতিটি ইউনিয়ন পরিষদে ৫টি মামলার টার্গেট ও ৪টি মামলা নিষ্পত্তি করার টার্গেট দেওয়া হয় এবং সকল নথি হালনাগাদ করার জন্য সকলকে পরামর্শ দেন।
তিনি আরো বলেন, উপজেলার চেয়ারম্যন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আরোও গুরুত্ব দেওয়ার জন্য পরামর্শ প্রদান করেন ।সর্বোপরি তিনি ১৩ টি ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন ফরম এবং রেজিষ্টার বিতরণ করে ।