শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

নলছিটিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ৩২৯ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

অনলাইন ডেস্ক:

ঝালকাঠির নলছিটিতে ‘শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে অনৈতিক ও অশোভন আচরণের অভিযোগ করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা । এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) বিদ্যালয়ের ২০২৫সালের এসএসসি পরীক্ষার্থীরা প্রধান শিক্ষকের বরাবর দেওয়া এক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক জাহাঙ্গীর আলম ইমন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। তিনি ছাত্র-ছাত্রীদের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন, অনাকাঙ্খিতভাবে শরীর স্পর্শ করেন এবং নানা ধরনের মানসিক হয়রানি করেন। শিক্ষক ইমন হাত ধরে টানেন, নখ ও শরীরের গঠন নিয়ে কটূক্তি করেন, কোমরের মাপ নেন, পিঠে হাত দেন এবং শারীরিক বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সহপাঠী ছাত্র-ছাত্রীরা একসঙ্গে খেলাধুলা করলে তিনি নোংরা মন্তব্য করেন ও সহপাঠীদের সামনে তাদের অপমান করেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ।

এ ধরনের হয়রানির অবসান চেয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন করেছেন শিক্ষার্থীরা। তারা দ্রæত এর প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন এসএসসি পরীক্ষার্থী ১২ জন শিক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০১৮ সালে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ইমনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। নতুন করে একই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তারা বলেন, “আমরা একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কামনা করি না। অনতিবিলম্বে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. জাহাঙ্গীর আলম ইমন বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. নান্নু মিয়া জানান, “শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” ১৯ই ফেব্রæয়ারি ২০২৫ইং।


এই ক্যাটাগরির আরো সংবাদ