সিলেট বুলেটিন ডেস্ক:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কী দেখছি, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ কর্মসূচির সমাপণী জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসয়ম তারেক রহমান শেখ হাসিনা কথা উচ্চারণ করে বলেন, ৫ই আগস্ট খুনি স্বৈরাচার পালিয়ে গেছে। ভারতকে শেখ হাসিনা যা দিয়েছে সারা জীবন মনে রাখবে। এমন কথা বলতেন শেখ হাসিনা। এখন ভারত শুধু স্বৈরাচার শেখ হাসিনাকেই মনে রেখেছে। বাংলাদেশের জনগণ কে ভারত মনে রাখেনি। সেই কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন,শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত বাংলাদেশকে আর কিছু দেয় নাই।
তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, তিস্তার পানির ন্যায্য হিস্যা ও নদী রক্ষা আন্দোলন এখন জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। এটি মানুষের জীবন-মরণ প্রশ্ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
উল্লেখ্য, তিস্তা নদী রক্ষার আন্দোলনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি গতকাল সোমবার দুপুরে উদ্বোধন করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা নদীর তীরে ৫ জেলার ১১টি পয়েন্টেপ্রথম দিনপাড় করে ও দ্বিতীয় দিনের কর্মসূচি চলমান রয়েছে। গতকাল সন্ধ্যায় মশাল মিছিল একযোগে ১১ টি কেন্দ্র হয়।।