শিরোনাম
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলফু চেয়ারম্যান গ্রেফতার  হরিরামপুরে সামান্য ঠান্ডা- জ্বরে ডাঃরিজুয়ান শিশুদের দিচ্ছেন,এন্টিবায়োটিক, স্টেরয়েড,ডাইক্লোফেনাক   নান্দনিক সিলেট গড়ার লক্ষ্যে কাজ করছেন খন্দকার মুক্তাদির  আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়নের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।  সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত সিলেটে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদ স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষকদের মধ্যে মাসকালাই বীজ ও সার বিতরণ হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।  ছাতক-দোয়ারবাজারে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে——-সাবেক এমপি মিলন 
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

হরিরামপুরে সামান্য ঠান্ডা- জ্বরে ডাঃরিজুয়ান শিশুদের দিচ্ছেন,এন্টিবায়োটিক, স্টেরয়েড,ডাইক্লোফেনাক  

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

হরিরামপুরে সামান্য ঠান্ডা- জ্বরে ডাঃরিজুয়ান শিশুদের দিচ্ছেন,এন্টিবায়োটিক, স্টেরয়েড,ডাইক্লোফেনাক 

 

স্টাফ রিপোর্টার::এন্টিবায়োটিক ব্যবহারে এন্টিবায়োটিক রেসিস্ট্যান্স হবার সম্ভাবনা অনেক বেশি থাকে,,এতে করে সামান্য অসুখে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে,ওজন বাড়তে পারে,টাইপ ওয়ান ডায়াবেটিক হওয়ার আশঙ্কা বাড়তে পারে,রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,যে কোন রোগে সহজেই আক্রান্ত হবার আশঙ্কা বেড়ে য়ায এবং অনেক উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে ফেলে,এছাড়াও শিশুদের রোগ দ্রুত সারানোর জন্য এ নামধারী ডাঃরিজুয়ান দিচ্ছেন ভয়ংকর ড্রাগ স্টেরয়েড। এ স্টেরয়েড ব্যবহারে শিশুদের মাংসপেশি শুকিয়ে যাওয়া,হাড় শুকিয়ে যাওয়া সহ হতে পারে কিডনির সমস্যা,লিভারের সমস্যা এবং কি পঙ্গও হতে পারে।কিছু রোগীদের সাথে কথা বলে জানতে পারলাম- স্টেরয়েড রোগীদের মাঝে খুবই জনপ্রিয় ঔষধ এবং কি অনেকে জাতীয় ঔষধ হিসাবে ধরে নেন। ডাইক্লোফেনাক ব্যবহারে কিডনি,লিভার নষ্ট হয়ে যেতে পারে হতে পারে হার্টের সমস্যা এবং কি হার্ট অ্যাটাক , নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন- রিজুয়ান ডাক্তার ১০০ টাকা ভিজিট নিলেও অনেক টাকার ঔষধ দেন।এখন আমার বাচ্চার দামী ঔষধ ছাড়া কোন প্রকার রোগ সারতে চাই না।

এ বিষয়ে ডাঃ রিজুয়ান বিশ্বাস বলেন- মানুষ ভুলের উর্ধ্বে নয়,আমাদের অনেক সময় ভুল-ত্রুটি হয়ে থাকে,,আমরা অবশ্যই সংশোধনের চেষ্টা করবো,রোগীদের কেন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এ ধরণের ঔষধ দেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন- রোগীরা নিয়েই আশে অল্প টাকা, এবং রোগও দ্রুত সারাতে চান,তাই পরিক্ষা-নিরীক্ষা করতে দেই না,বেশিরভাগ রোগী দেখেই ব্যবস্থাপত্র দেই।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একজন মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ বলেন- রোগীদের জীবন নিয়ে এ ধরনের ছিনিমিনি কাম্য নয়,অবশ্যই এ ধরনের মুনাফা লোভী ডাক্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং জনসাধারণদের আরও সচেতন করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ