হরিরামপুরে গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।
মোঃ বিল্লাল হোসেন, স্টাফ রিপোর্টার:: আবহমান গ্রাম বাংলার ইতিহ্যবাহী নৌকা বাইচ-২০২৫ অনুষ্ঠিত হয়। ৩ রা অক্টোবরে বেলা ৪ ঘটিকায় উপজেলার বাহাদুরপুর বাজার সংলগ্ন ইছামতি নদীতে বাহাদুরপুর ও ডেগিরচর এলাকাবাসীর এর উদ্যোগে ও গোপিনাথপুর ও রামকৃষ্ণপুর এলাকাবাসীর এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জোবায়ের ওমর ও সদস্য সচিব মিজান মৃধা। আয়োজক কমিটির কোষাধ্যক্ষ সাইদুর রহমান খান
গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা (লাভলু),উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাঈদ সিকদার,গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর,হরিরামপুর থানার এসআই শেখ ফারুক প্রমূখ।
উপস্থিত বক্তরা বলেন, “নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমার প্রত্যাশা।”
উল্লেখ্য, বাইচ প্রতিযোগিতায় প্রচুর প্রমীলা দর্শক উপস্থিত ছিলেন। সর্বশেষ আকর্ষণ পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।