সিলেট বুলেটিন ডেস্ক:
শেরপুর জেলার ঝিনাইগাতী ধান হাটিতে থানা প্রশাসনের উদ্বোগে বিট পুলিশিং মতবিনিময় সভা ১৭ ফেব্রয়ারী বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো: আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস পি মিজানুর রহমান ভূঞা ও শাহ শিবলী সাদিক।
আরও উপস্থিত ছিলেন , ঝিনাইগাতী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ শাহজাহান আকন্দ, যুগ্ন আহবায়ক মো: আব্দুল মান্নান, মো: লুৎফর রহমান, হেফাজতে ইসলামের সভাপতি মুফতি খালিছুর রহমান, জামায়াতে ইসলামের উপজেলা আমির মো: নূরুল ইসলাম, প্রবিণ সাংবাদিক এস. কে. সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলেনের নেতা লুৎফর রহমান লাজু, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বনিক সমিতির পক্ষ থেকে সাংবাদিক জাহিদুল ইসলাম মনির, পেশাজীবি অধিকার পরিষদের শেরপুরের সহ সম্পাদক গোলাম নূর প্রমূখ সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।