অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অপারেশন ডেভিল হান্টে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু (৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন ফাকু নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র। তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাস্টারপাড়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাগেশ্বরী পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টারপাড়া থেকে সাবেক পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফাকুকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।