সেলিম মাহবুব,ছাতকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাখার সন্মেলন সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলমপুর গ্রামে ওয়ার্ড বিএনপির এ সন্মেলন অনুষ্ঠিত হয়। খুরমা উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের পরিচালনা অনুষ্ঠিত ২নং ওয়ার্ড বিএনপির সন্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.আবু নছর, আব্দুল আলিম, নুরুল ইসলাম, সুন্দর আলী আংগুর, সফজ্জুল আলী, এখলাছুর রহমান, আব্দুল ওদুদ মির্জা, ফয়জুল হক, চেরাগ আলী।
সন্মেলনে সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সিনিয়র সহ সভাপতি পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হিসেবে ২ জনের নাম প্রস্তাব করা হয়েছে।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহতবুল ইসলাম। ওয়ার্ড বিএনপির সন্মেলনে আরো বক্তব্য রাখেন, আরশ আলী মেম্বার, মোজাহিদুর রহমান হিরা, আবুল কালাম,আহমদ আলী, ফরিদ আহমেদ,আব্দুল আউয়াল, আব্দুস সহিদ, আবুল হাসনাত, ইসলাম উদ্দিন প্রমুখ। ##