শিরোনাম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে সিলেট জেলা প্রশাসন গোয়াইনঘাটে ওসি (তদন্ত) কবির হোসেনের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্যের অভিযোগ ছাতকে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত গ্রেফতার ১ জন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে এড. নুরুল ইসলাম নুরুলে নেতৃত্বে জনতার মিছিল বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযান য়াবাসহ ৩ জুয়াড়ি আটক তাহিরপুরে সুদখোর প্রধান শিক্ষিকা রেহেনা’র শাস্তির দাবীতে মানববন্ধন। মধ্যনগরে ইউনিয়ন বিএনপির সভাপতি পদের ফরম ক্রয়কে ঘিরে চরম উত্তেজনা চলছে। সু-খবর! সু-খবর! সু-খবর! “কুয়াকাটা ফিশ সপ”। প্রোঃ মোঃ কামাল হোসেন, মোঃ কাদের মিয়া,মোঃ মিরাজ (মেম্বার)।
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না-সালাহ্ উদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

মোঃ খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনও জনগণের ভোটাধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ২৬ সালের রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান আয়েজনের প্রস্তুতি নেয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। কয়েকটি রাজনৈতিক দল পি আর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে। সংবিধানের কোথাও পি আর পদ্ধতি বলে কোন ব্যবস্থা উল্লেখ নেই। দেশের জনগন নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। কোন অপশক্তিই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাস গনতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসবাদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ধর্ষণের সেঞ্চুরির ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস হেলিকপ্টার থেকে নিরস্ত্র নিরাপদ মানুষকে হত্যার ইতিহাস। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ রয়েছে। পতিত স্বৈরাচার যাতে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। সংস্কার একটি চলমান পক্রিয়া। জাতীয় ঐক্যমত কমিশনে গৃহীত সংস্কার কার্যক্রম নির্বাচিত সরকার জাতীয় সংসদের মাধ্যমে সম্পন্ন করবে।
তিনি আজ শনিবার দুপুরে ঐতিহাসিক মোক্তার পাড়ার মাঠ দীর্ঘ
১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মোঃ রফিকুল ইসলাম হিলালী সঞ্চালনায় ত্রি বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট খোরশেদ মিয়া আলম, অধ্যক্ষ রাবেয়া আলী, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, ড. এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ