মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
কৃষি প্রতিবেশ ও জলবায়ু চর্চায় স্থানীয় বীজ ও কৃষিজ উপকরণ উপলক্ষে -বীজ বৈচিত্র্য, ভেষজ উদ্ভিদ ও কৃষি উপকরণ ষ্টল পরিদর্শন করেন- লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) মাননীয় উপদেষ্টা কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২৭ শে আগস্ট বুধবার জেলার সিংগাইর উপজেলায় বারসিক মানিকগঞ্জের আঞ্চলিক সমন্বয়কারী -বিমল রায় এর পরিচালনায়, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জের উদ্যোগে বারসিক ও মানিকগঞ্জ সবুজ সংহতি এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেন মোল্লা, উপপরিচালক কৃষি, মানিকগঞ্জ ও উর্ধতন কর্মকর্তাবৃ্ন্দ,হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বারসিক চেয়ারপার্সন মোঃ মনোযার হোসেন, কৃষক কমেলা বেগম ও ইব্রাহিম মিয়া৷ এছাড়া প্রোগ্রাম সমন্বয়কারী মাসুদুর রহমান, প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন, গাজী শাহাদত হোসেন বাদল, গবেষণা সহকারী শামায়েল হাসদা প্রমূখ।