শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২২৩ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাবলু বড়ুয়া, চট্টগ্রামঃ

তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন–২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান কে সামনে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লেখক, গবেষক, সাংবাদিকসহ প্রায় ২৫টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আজহার মাহমুদ, প্রভাষক নেজাম উদ্দিন প্রমুখ।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। ঋতু দে, নাজমুস সায়েম ও মোহাম্মদ রাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।

প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের ভেতর সেই আগ্রহ এবং ইচ্ছে রয়েছে। আপনাদের এমন আয়োজনে আমি মুগ্ধ।

প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, তরুণ লেখকদের অনেকেই বেশ ভালো লিখছেন। আপনাদের নিয়মিত এই চর্চায় থাকা উচিত। এমন আয়োজন আপনারা সাহস করে করেছেন এটা সত্যি দারুণ একটা বিষয়।

অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখা প্রদর্শনী করা হয় হল রুমে। পরে লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের পুরস্কার ও সনদ বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।


এই ক্যাটাগরির আরো সংবাদ