সিলেট বুলেটিন ডেস্ক:
অদ্য ২১ আগস্ট ২০২৫ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন কলারোয়া উপজেলাধীন চাঁন্দা নামক স্থানে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), কলারোয়া, সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, জনাব মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার, বিএসটিআই, খুলনা এবং ০৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে বিএসটিআই অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক “এম এম সুপার আইসক্রিম ফ্যাক্টরী” এর মালিক খালেদা বেগমকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।