সিলেট বুলেটিন ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ঘোষিত, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যাযে় রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ, বিভিন্ন জনদাবীতে ১২ ফেব্রুয়ারী ২০২৫ থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপি’র উদ্যোগে সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
তারই ধারাবাহিকতায় আগামী (১৮ ফ্রেব্রুয়ারী ২৫ইং) মঙ্গলবার পাবনা জেলা বিএনপি’র জন-সমাবেশ সফল করার লক্ষ্যে,পাবনা সদর-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপি’র সমন্বয়ক,অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস এর কুঠিপাড়াস্থ নিজ বাসভবনে (১৫ ফ্রেব্রুয়ারী) শনিবার রাত ৮ ঘটিকায়, পাবনা সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ কে জনসমাবেশ সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পাবনা জেলা বিএনপি’র জনসমাবেশটি,পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপি’র সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার। সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, একে,এম মূসা। সাবেক সাধারণ সম্পাদক,রেহানুল ইসলাম বুলাল। সদর পৌর বিএনপি’র সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু। সাবেক সাধারণ সম্পাদক,শহিদুল ইসলাম লালু। জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, শহিদুল রহমান টুটুল বিশ্বাস। জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) মুসাব্বির হোসেন সন্জু। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন মুরাদ। জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। পৌর বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম। সাবেক সাংগঠনিক সম্পাদক, আরিফ খান। জেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী। জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। জেলা মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ফারহানা পারভিন। জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব, কমল শেখ টিটু। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, কামরুজ্জামান প্রিন্স। সাংগঠনিক সম্পাদক, সাদ্দাম হোসেন। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক,ফারুক হোসেন সুজন। সদস্য সচিব, মিরাজুল ইসলাম। জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রুবেল শেখ সহ প্রমুখ নেতৃবৃন্দ।