মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:
অভয়াশ্রম গড়ে তুলি -দেশি মাছে দেশ ভরি এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন হয়। প্রথমে র্যালি,অভয়াশ্রমে পোনা উনমুক্ত করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম এর সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, হরিরামপুর থানার এস আই সায়েম চৌধুরী প্রমূখ।
উপস্থিত বক্তরা জানান,আজকের সংরক্ষণ,আগামীর দিনের উৎপাদন। মৎস্যজীবিদের সর্বদা মৎস্য আইন মেনে চলার জন্য আহ্বান করা হয়।আহরন,মজুদ ও সংরক্ষণ ব্যাপারে সকলকে আরো সচেতন এবং এগিয়ে আসতে হবে।
সর্বোপরি মৎস্য চাষীদের পুরুষ্কার বিতরন করা হয়।