শিরোনাম
সিংগাইরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। কর্মসূচি পালন করেন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত। কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট- । তামাবিল স্থলবন্দর ও কাষ্টমসের অনিয়ম এখন নিয়ম! মানিকগঞ্জে পদ্মার চড়ে ভূমি দস্যুর দাপট — ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার। চাঁদপুর হরিনা ফেরীঘাটের পার্কিং মাঠ, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগুলোর বেহাল দশা। সংস্কারের দাবী স্থানীয়দের
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা।

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।

ঢাকা জেলার (সাভার-আশুলিয়ায়) একাত্তর টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক-কে অপহরণ করে হত্যা চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ।

ঘটনার বিবরণী সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে অনিককে অপহরণ করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজন হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে—“এই হামলা কেবল একজন সাংবাদিকের উপরই নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মতপ্রকাশের উপর সরাসরি আঘাত।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
বিবৃতিতে আরও বলা হয়—“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, যেন দ্রুত সময়ের মধ্যে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে তারা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা কর্তৃপক্ষ আহত সাংবাদিক অনিকের সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ