মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:
প্রযুক্তি নির্ভর যুবশক্তি -বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি এই স্লোগান প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত হয়
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার দেয়ান তোফায়েল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত হয়।
১২ ই আগস্ট (মঙ্গলবার) উপজেলা চত্বরে প্রথমে র্যালি,আলোচনা সভা শপথ পাঠ,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কোহিনুর আক্তার।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করীম,উপজেলা সমন্বয়কারী(গ্রাম আদালত) মোহাম্মদ মাসুম মিয়া, উপজেলা সমন্বয়কারী(গ্রাম আদালত) মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমূখ।