শিরোনাম
কাভার্ডভ্যান ও ইছার মাথা (ট্রাক্টর) মুখোমুখি সংঘর্ষে আহত দুই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘মিশন ও ভিশন নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত খালেদা জিয়ার উপদেষ্টা হলেন কুমিল্লার হাজী ইয়াছিন ইসি’র অধীনে এনআইডি চাই: ঝিনাইগাতীতে মানববন্ধন  সেই ভাইরাল কন্যা ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, অতঃপর সাজেকে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাড়িয়েছে বিজিবি  গোয়াইনঘাটে ১২ কোটি টাকার চো রা ই পণ্যের চালান জ*ব্দ সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৪ আসনে প্রার্থীদের প্রচানায় সরগম স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে সিলেটে চিকিৎসকদের বিক্ষোভ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

ট্রাম্পের ইউএসএআইডির সহায়তা স্থগিতে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক

আমেরিকান ফেডারেল আদালত আগামী পাঁচ দিনের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) তহবিল স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ফেডারেল আদালতের বিচারক আমির আলী এক রায়ে এই নির্দেশ দেন। গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের রায়ে বিচারক বলেন হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো এবং সরবরাহকারীরা আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।

বিচারক আরও বলেন, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে অনুমোদিত বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত বা বাতিল করা যাবে না।

ট্রাম্প ও তার সহযোগী ইলন মাস্ক যুক্তি দেখিয়েছেন, বিদেশি সহায়তা মার্কিন নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তবে আদালত জানান, কংগ্রেস অনুমোদিত তহবিল স্থগিতের পেছনে প্রশাসন কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।

আদালত প্রশাসনকে সব অংশীদারকে তহবিল পুনরায় চালুর বিষয়ে অবহিত করে পাঁচ দিনের মধ্যে অগ্রগতির প্রমাণ দিতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ইউএসএআইডির কর্মসূচি পর্যালোচনার নামে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি না করতে সতর্ক করেছেন।

তবে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

এর আগে, গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেন। এ সিদ্ধান্তের কারণে ইউএসএইডের মাধ্যমে পরিচালিত অনেক প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে যায়। ফলে বিশ্বব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমে তীব্র প্রভাব পড়ে।

এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস যদি ডলারের বিকল্প নিয়ে চিন্তা করে, তবে তারা চরম শাস্তি পাবে। এ জোট যদি নিজস্ব মুদ্রা নির্ধারণের সিদ্ধান্ত নেয় তবে দেশগুলোর সব আমদানি পণ্যের ওপর শতভাগ শুল্ক আরোপ করা হবে। এই নিয়ে তিনি আন্তর্জাতিক বাজারে ট্রেড সংক্রান্ত সতর্কবার্তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ