মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার অন্যতম দর্শনীস্থান পদ্মারপাড় এখন ধূলাবালিত ও কাদায় কানায় কানায় ভরপুর,বৃষ্টি হলে চরম দূর্ভোগে সহ অস্বাস্থ্যকর পরিবেশে স্কুল পড়ুয়া শিক্ষার্থী স্বাস্থ্যহীনতা ভূগছে কমলরত শিশু ক্ষুদে শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে তদারকি করে দেখা যায়, উপজেলাধীন খালপাড় বয়ড়া মধ্যবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার বেহাল দশা, বৃষ্টি হলেই চরম দূর্ভোগ প্রহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সহ কমলমতী শিশু শিক্ষার্থীদের।
বযড়া ইউনিয়ন পরিষদের সামনে খালপাড় বয়ড়া ১নং ও ২ নং ওর্য়াডের মধ্যবর্তী রাস্তা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হতে পায় ১ কিঃমিঃ পদ্মারপাড় পর্যন্ত রাস্তার বেহাল দশা, বৃষ্টি হলে কাদার কারনে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে,স্বাস্থ্য ঝুকিতে পড়েছে শতাধিক কমলরত শিশু শিক্ষার্থী।
অত্র এলাকার স্থানীয় বাসিন্দারা জানান,বিগত এক যুগের বেশি সময় যাবৎ অবৈধ মাটির ট্রলি গাড়ির চলাচলের জন্য রা্তায় চলাচল অনুপোযোগী সহ রাস্তার বেহাল দশা অন্যতম কারণ। আমরা একাধিকবার উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবজ্ঞত করার পরেও এখনো কোন কার্যকর পদক্ষেপ নেই নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা মুঠোফোনে জানান, দলীয় কেউ এর সাথে জড়িত থাকলে, দলীয় সিদ্ধান্ত মোতাবেক শোকজ সহ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার সাংবাদিকদের জানায়, অতিদ্রুত বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।