শিরোনাম
মানিকগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত। শেরপুরে এনসিপি’র জুলাই পদ যাত্রায় লক্ষ লক্ষ জনতার ঢল রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামী ধরতে সংক্ষম হয়নি পুলিশ  গ্রীসে নিখোঁজ রাজা হোসেনের মরদেহ একটি জঙ্গল থেকে উদ্ধার লেখক ও গবেষক প্রবাসী মাওলানা শামীম আহমদ হাফিজ আদিল আহমদের সংবর্ধনা হরিরামপুরে পাটগ্রাম সরকারি অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদয়ালয়ের প্রধান শিক্ষক এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। ছাতকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন-জোলা পুলিশ কর্তৃপক্ষ। হরিরামপুরে কবি জাহানারা আরজু উচ্চ বিদ্যালয়ের আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত।
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

রংপুরে সাংবাদিক হামলার শিকার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত আসামী ধরতে সংক্ষম হয়নি পুলিশ 

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ-

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহের সময়, যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার শিকার হন দৈনিক ঢাকা পত্রিকার সাংবাদিক মাটি মামুন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে, রমেক হাসপাতালের এ্যাম্বুলেন্স স্ট্যান্ড বটতলা এলাকায় ওই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হন। আহত সাংবাদিক মাটি মামুন দৈনিক ঢাকা পত্রিকার রংপুর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

স্থানীয় প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ১৯ নং ওয়ার্ড সাগরপাড়ার বাসিন্দা মাহফুজার রহমান ও হাসিনা বেগমের ছেলে, জাহিদ হাসান জনি (৩০) জিন্নাতুল ইসলাম জয় (২৫) সহ অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মিলে ওই সাংবাদিকের উপর হামলা করে। অভিযুক্ত জনি ও জয় দুইভাই রংপুর মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী, তাদের নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাটি মামুন বলেন,গত ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও যুবলীগ নামীয় সন্ত্রাসী বাহিনী এখনো সক্রিয় ভূমিকায় আছে।

ইতিপূর্বে সন্ত্রাসী জনি ও জয়ের অবৈধ অস্ত্র প্রদর্শনের ছবিসহ তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এজন্য তারা আমাকে সন্দেহ করে এবং হত্যার পরিকল্পনা করে। বিষয়টি জানার পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ও পরশুরাম থানার ওসি,ডিজিএফআই এনএসআই সিটিএসবিসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলদেরকে আমি বার-বার অবগত করেছি। তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে হয়তো আজকে আমি হামলার শিকার হতাম না। আমার উপর হামলার ৫ দিন অতিবাহিত হলেও এখন প্রযন্ত কোনো আসামী ধরতে সক্ষম হননি রংপুর মেট্রো কোতোয়ালি থানা পুলিশ। এবিষয়ে – রংপুর মেট্রো কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান এর সাথে মুঠোফোনে কথা হোলে তিনি বলেন, অভিযোগ দিয়েছে অভিযোগ আমলে নিয়ে অসামীদের কে গ্রেপ্তারের জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ