শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

ভৈরবে নিসচার দিনব্যাপি পরিবহন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধি।

পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়- এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখা ও ভৈরব পৌরসভার আয়োজনে পরিবহণ চালকদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ ১৯ জুলাই শনিবার পৌর মিলনায়তন এই কর্মশালার উদ্বোধন করে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।

দিনব্যাপি কর্মশালায় আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন, গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক যুগ্ম-সম্পাদক মো. আসাদুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম-সদস্য সচিব আহনাফ সাঈদ খান, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও (নিসচা) ভৈরব শাখার উপদেষ্টা হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মো. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা সাবেক ভিপি মোঃ সাইফুল হক, প্রশিক্ষণ কর্মশালার আহবায়ক দেলোয়ার হোসেন সুজন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল-মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, গণঅধিকার পরিষদ ভৈরব উপজেলার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক শরিফুল হক জয় প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. শরীফুল আলম বলেন, আমরা অধিকারের ক্ষেত্রে নিজেরটারই চিন্তা করি। সমাজ ও দেশ নিয়ে চিন্তা করি না। নিসচা তাদের লিফলেটে সুন্দর ভাবে চালক ও পথচারীদের কি করণীয় আছে তা তুলে ধরা হয়েছে। আমরা আর আমাদের সন্তানদের সড়কে হারাতে চাইনা। সড়ক আইন মেনে চললে সড়কে দুর্ঘটনা কমে আসবে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা ভৈরব। ভৈরবকে একটি ভাল জায়গায় নিতে গেলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ হবে। তিনি নিরাপদ সড়ক চাই এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন আগামী দিনে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখাকে সবধরনের সহযোগিতা করা হবে। তিনি চালক ভাইদের এই ট্রেনিংয়ের মাধ্যমে আরো অনেক বেশী সচেতন হবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা ২৫ বছর যাবৎ ভৈরবে সড়ক আন্দোলনে অনবদ‍্য ভূমিকার জন‍্য তিন বার জাতীয় পর্যায়ে সেরা সংগঠনের পুরস্কার অর্জন করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ