কুড়িগ্রামঃ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলা শহরে স্বাধীনতার বিজয় স্তম্ত সংলগ্ন মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর ফলক উন্মোচন করা হয়েছে। ১৯ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে এ ফলক উম্মাচন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারগুলো সদস্য জুলাই যোদ্দা গণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ কুড়িগ্রাম। এই উদ্যোগকে কেন্দ্র করে শহীদদের আত্মত্যাগ স্মরণ ও প্রজন্মের মাঝে স্বাধীনতার ইতিহাস ছড়িয়ে দিতে গুরুত্বারোপ করেন।