শিরোনাম
রাত হলেই কালুরঘাট এলাকায় কিশোর গ্যাং এর ছুরি ছিনতাই ও মাদক কারবার  ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের প্রচার মিছিল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন,ঘাতক আটক ফুটেজ মেইলে আছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন  ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ ছাতকে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা  জলঢাকায় জামায়াত নেতা মিঠুর নেতৃত্বে তরুণী রক্ষা পেলো ধর্ষণের হাত থেকে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ লাভ করেছে  নেহাল ডাক্তার হতে আগ্রহী” 
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন

রাত হলেই কালুরঘাট এলাকায় কিশোর গ্যাং এর ছুরি ছিনতাই ও মাদক কারবার 

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি :

বর্তমানে বিভিন্ন কারণে দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে এরমধ্যে কিশোর গ্যাং একটি আতঙ্কের নাম চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন কাজিরঘাট এলাকা হইতে কালুরঘাট পর্যন্ত ভয়ংকর রূপ ধারণ করেছে কিশোর গ্যাং এর সদস্যরা তাদের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী ও সাধারণ জনগণ ছুরি চিন্তায় মারামারি ডাকাতি ও দখলবাজি জুয়া খেলা মাদক বিক্রি মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করছে কিশোর গ্যাং সদস্যরা এদের নেতৃত্বের মধ্যে রয়েছে হত্যা ধর্ষণ সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীরা স্থানীয়রা জানান রাত হতেই না হতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকটি কিশোরগ্যাংয়ের গ্রুপে সংঘবদ্ধ হয়ে কাজির হাট মৌলভীবাজার কালুরঘাট ইস্পাহানি জুটমিল সহ বিভিন্ন এলাকায় নিয়মিত তারা ঘোরাফেরা করেন কিছু কথা কাটাকাটির মধ্যেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের মধ্যে মারামারিতে জড়িয়ে পরেন পাড়া -মহল্লায় গড়ে ওঠা এইসব গ্যাংয়ের সদস্যরা ইভটিজিং ছুরি ছিনতাই মাদক পাচার সহ নানা অপরাধে জড়াচ্ছে এতে এলাকার বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বিশেষ করে চান্দগাঁও থানাদীন কবির টাওয়ার. ৮ নাম্বার. মৌলভীবাজার. কালুরঘাট. ইস্পাহানি জুট মিল. এলাকায় সিএনজি অটোরিকশা এবং পথচারীকে টার্গেট করে মাঝপথে চাকু ধরে মোবাইলও নগদ অর্থসহ স্বর্ণালংকার মূল্যবান জিনিসপত্র সহ সবকিছু ছিনিয়ে নেয় কালুরঘাট ও কবির টাওয়ার ইস্পাহানি জুটমিল ও ৮ নাম্বার প্রতিদিনের এই দৃশ্য এটি কিশোরগ্যাং নামটি এখন যেন কালুরঘাট এলাকার সাধারণ মানুষের কাছে গলার কাঁটা হয়ে উঠতে শুরু করেছে গত বছরের আগস্টের পরে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হলে কিশোর গ্যাং এর দুরত্ব ব্যাপক হারে বেড়ে যায় হত্যা ছিনতাই ডাকাতি ও লুটপাট করা সহ বিভিন্ন রাজনৈতিক মিছিল মিটিংয়ে অত্তের বিনিময়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামিদের বাড়াটে হিসাবে তারা কাজ করছে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করছে পুলিশ তবে জাবিনে বের হয়ে ফের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তারা এসব কিশোর পাড়া-মহল্লার উঠতি বয়সী উগ্র বকাটে ছেলে স্থানীয় প্রভাবশালীরা নিজেদের স্বার্থে রক্কায় তাদেরকে অপারাধ মূলক কর্মকাণ্ডে ব্যবহার করে তাকে যার ফলে তারা ছোট কিংবা বড় সব ধরনের অপরাধের সাতে লিপ্ত হয়ে পড়েছে এই অপরাধ নিয়ন্ত্রণের জন্য সমাজের সব শ্রেণীর মানুষ কে সতর্ক ও এগিয়ে আসতে তবে অতীতে বার বার কিশোরগ্যাং নিয়ন্ত্রণে রাজনৈতিক বাধা এসেছে এবারও যেন পুলিশকে সে রকম কোন বাধার সম্মুখীন না হতে হয় সেজন্য রাজনৈতিক ব্যক্তি বর্গকে সতর্ক হতে হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ