স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে রাত ১০ টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা হয়।
উল্লেখযোগ্য স্লোগানগুলো ছিলো ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ‘ মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘ দিল্লি গেছে কাউয়া,গোপালগঞ্জ কোন শাউয়া’, ‘ জুলাই আগস্ট ভুলি নাই,রাজপথ ছাড়ি নাই’, ‘আমার সোনার বাংলায়,ছাত্রলীগের ঠাই নাই’ ‘দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা, ইত্যাদি।
বিক্ষোভকারীরা বলেন, “সারজিস-হাসনাতরা হলো আমাদের জুলাই বিপ্লবের নায়ক। তাদের ডাকে সারা দিয়েই আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আজ সেই বিপ্লবীদের উপরই হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এই বাংলায় কোনো সন্ত্রাসীদের ঠাই দিব না” উল্লেখ্য, আজ গোপালগঞ্জ এ সমাবেশ করে NCP সৈনিকরা। সমাবেশ সারজিস হাসনাতদের উপর হামলা করে গোপালগঞ্জ সন্ত্রাসীরা। এই হামলায় অনেকে আহত হয়।